বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
কুবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা নিবেদন

শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শ্রদ্ধা নিবেদন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রোববার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় নতুন কমিটির সভাপতি অধ্যাপক ড. শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনর নেতৃত্বে প্রথমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন কমিটির সদস্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে ড. শামিমুল ইসলাম বলেন," আমরা জাতির পিতার আদর্শে বিশ্বাসী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মযজ্ঞকে সামনের পথে বাধাহীন ভাবে এগিয়ে নেয়ার জন্য উপাচার্যকে সহযোগিতা করার প্রত্যয় ব্যাক্ত করছি। যত দ্রুত সম্ভব আমরা কর্মপরিচালনা সম্পর্কিত সূচি তৈরি করব এবং সে অনুযায়ী বাস্তবায়ন করব।"
এ সময় আরও উপস্থিত ছিলেন, কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম ও মো. সাদেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মো. আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমীন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাহ একলিমুর রেজা, কার্যকরী সদস্য ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো. রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, মো. তোফায়েল আহমেদ, মো. নাজমুল হক ও মো. আমান মাহবুব সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে নীল দলের ব্যানারে সভাপতি হিসেবে অধ্যাপক ড. শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন নির্বাচিত হন। পরে গত ৩০ ডিসেম্বর অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বিগত কমিটি।
আইনিউজ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক