Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৮, ৫ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:৫১, ৫ জানুয়ারি ২০২১

চা বাগানের শীতার্তদের মাঝে শাবির কিনের শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ

সমাজের নিম্নবিত্ত, দুস্থ এবং অসহায় মানুষদের জন্য শীতকাল অভিশাপস্বরুপ। তাদের অনেকেই এ প্রচণ্ড শীতের কাছে হার মেনে যায় পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে।

এ পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার (৫ জানুয়ারি ) সিলেটের দলদলি চা বাগানের শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও সাধারণ কাপড় বিতরণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন 'কিন'। মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি অনুসারে মঙ্গলবার (৫ জানুয়ারি ) সিলেটের দলদলি চা বাগানের শীতার্তদের মাঝে ১০৪টি কম্বল এবং প্রায় ৩০০ জন মানুষকে শীতবস্ত্র ও সাধারণ কাপড় বিতরণ করে সংগঠনটি। আর এ উদ্যোগে কিনের সহযোগি হিসেবে ছিলো "BaakShow Entertainment - Ray's Comedy Club"।

উল্লেখ্য, মানুষদের পাশে দাঁড়াতে "উষ্ণতা ছড়িয়ে যাক হৃদয় থেকে হৃদয়ে" স্লোগানকে ধারণ করে "KIN শীতবস্ত্র সংগ্রহ এবং বিতরণ কর্মসূচি'২০২০" পরিচালিত হচ্ছে সমগ্র দেশজুড়ে। ইতোমধ্যে ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল, নোয়াখালি, সাতক্ষীরা, শেরপুর, সিরাজগঞ্জ, বান্দরবান সহ বিভিন্ন অঞ্চলে এবং KIN স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আইনিউজ/জি এম ইমরান

Green Tea
সর্বশেষ