Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪১, ৫ জানুয়ারি ২০২১
আপডেট: ২৩:৫০, ৫ জানুয়ারি ২০২১

শাবির মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র রিভিউ প্রতিযোগিতার ফল ঘোষণা

ফাইল ছবি

ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন 'চোখ ফিল্ম সোসাইটি' কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র রিভিউ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আফিয়াহ্‌ হুমায়রা এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফাহাদ হোসাইন ফাহিম। আর প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন জাকিয়া সোনিয়া।

আফিয়াহ্‌ হুমায়রা শাবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সাইন্স বিভাগের শিক্ষার্থী, ফাহাদ হোসাইন ফাহিম বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব এনিম্যাল হাজবেন্ড্রি বিভাগের শিক্ষার্থী এবং জাকিয়া সোনিয়া শাবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির সভাপতি ফাহিম আল হৃদয় এই তথ্য নিশ্চিত করেন। 

প্রতিযোগিতায় সেরা ৩ জন বিজয়ী নির্বাচিত করতে চার সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়। এতে সংগঠনটির সাবেক সভাপতি তানবির আহমেদ ক্লিয়ন , তুহিন ত্রিপুরা, আসিফ জামিল এবং ১৭ তম কমিটির আর্কাইভ সেক্রেটারি আবু জার গিফারি শাওন দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, শাবিপ্রবির চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটি গত ০৬ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত “আমার চোখে মুক্তিযুদ্ধ” শীর্ষক মুভি রিভিউ লেখার প্রতিযোগিতার আয়োজন করেছিল।

আইনিউজ/জি এম ইমরান

Green Tea
সর্বশেষ