বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
অন্তরের চিকিৎসায় ইংরেজি বিভাগের টাকা হস্তান্তর

অন্তরের চিকিৎসার টাকা হস্তান্তর
কিডনিজনিত সমস্যায় জর্জরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অন্তর সাহার চিকিৎসার সাহায্যে ২ লক্ষ ৭৬ হাজার ৫০০ টাকা হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষে এ টাকা হস্তান্তর করা হয়। অন্তরের পক্ষে টাকা গ্রহণ করেন তার সহপাঠীরা।
মোট টাকার মধ্যে ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ ও বিভাগের সহযোগী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ১ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকা এবং অন্তরের সহপাঠীদের পক্ষ থেকে ১ লক্ষ ২৭ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক বনানী বিশ্বাস, ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক রেনেসাঁ আহমেদ সায়মা, বিভাগের সাংস্কৃতিক সংগঠন লিবারেল মাইন্ডসের আহ্বায়ক ও সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, বিভাগের সহকারী অধ্যাপক ফিরুজ আহমেদ এবং সহকারী অধ্যাপক নকিবুন নবী।
আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্তর বাঁচতে চায়
ছাত্র উপদেষ্টা রেনেসাঁ আহমেদ সায়মা বলেন, "আমি যখন ক্লাসে যায়, অন্তরকে আমি পাই একজন নম্র, ভদ্র ছাত্র হিসেবে। সে সবসময় হাসিখুশি থাকতো। তার বিষয়টা শুনার পরে আমার খুবই খারাপ লাগে এবং আমি নিজে উদ্ধোগ নিয়ে ছাত্রদের সাথে কথা বলে সবাই মিলে কাজ শুরু করি। কিন্তু টাকার পরিমাণটা বেশি হওয়ায় রাতারাতি এত টাকা তোলা আমাদের পক্ষে সম্ভব না। তাই সর্বস্তরের সবার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের যায়গা থেকে যতটুকু পারেন, অন্তরের সাহায্যে এগিয়ে আসুন"।
লিবারেল মাইন্ডসের আহ্বায়ক শারমিন সুলতানা বলেন, 'লিবারেল মাইন্ডস সংগঠনটা ছাত্রদেরই। ছাত্রদের চাঁদা দিয়েই এটার ফান্ড তৈরি হয় এবং ছাত্রদের কল্যাণেই এই ফান্ড ব্যবহার করা হয়। অন্তরের বিষয়টা যখন সামনে এলো তখন বিভাগ এবং ছাত্রদের দুপক্ষ থেকেই প্রস্তাব আসলো যে, ছাত্রদের কল্যাণেই যেহেতু এই ফান্ড, এর থেকে বড় ছাত্রকল্যাণের ইস্যু আর নেয়। আমরা কমিটির সবাই একমত হলাম ফান্ডের একটা অংশ অন্তরকে দেয়ার জন্য। আমাদের ফান্ডও আসলে সীমিত, আমরা আরো বেশি করতে পারলে আমাদের আরো ভালো লাগতো। যতটুকু পেরেছি পুরোপুরি আসলে ছাত্রদেরই অবদান।
অন্তরের সহযোগিতায় ব্যতিক্রম উদ্যোগ সম্পর্কে বিভাগীয় প্রধান বনানী বিশ্বাস জানান, আমরা কিছু অনলাইন বিজনেস করতে যাচ্ছি আমাদের কিছু ছাত্রছাত্রীদের দিয়ে। আমি এবং রেনেসাঁ প্রাথমিক পুঁজিগুলো দিবো যাতে তারা ব্যবসা শুরু করতে পারে। কাজ শুরু করার পরে যে লাভটা আসবে সেটার পুরোটাই অন্তরের ফান্ডে যাবে।
উল্লেখ্য, দুইটা কিডনি ডেমেজড অবস্থায়ই তিন বছর আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন অন্তর সাহা। অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেননি, তাই গোপন রেখেছিলেন নিজের ভয়ংকর ব্যাধির কথা। সহপাঠীরা জানলে তাদের উদ্যোগে শুরু হয় অন্তরের চিকিৎসা।কিডনির ব্যবস্থা করতে পারলেও টাকার কারনে আটকে আছে চিকিৎসা। বাঁচতে হলে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, হাসপাতালের বকেয়া, ওষুধপত্র বাবদ আরও প্রয়োজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা। এত পরিমাণ অর্থ তার পরিবার কিংবা সহপাঠীদের জন্য যোগাড় করা প্রায় দুঃসাধ্য।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ বিকাশ (পার্সোনাল) : ০১৬২২-৬৭৬৮৬৮, রকেট : ০১৬২২-৬৭৬৮৬৮১, নগদ : ০১৬২২-৬৭৬৮৬৮, জনতা ব্যাংক অ্যাকাউন্ট : ১০০০০২২৭৭২৫৭
আইনিউজ/খালেদুল হক
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক