শাবিপ্রবি প্রতিনিধি
ফের আ. লীগের কৃষি উপ-কমিটির সদস্য হলেন শাবি ছাত্রলীগের সামছু

সামছু উদ্দিন সাকিব
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সামছু উদ্দিন সাকিব ফের বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
শাবি ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সামছু উদ্দিন সাকিব এর আগের কমিটিতেও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পুনরায় আওয়ামী লীগের এই কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এক সময়ে তার রাজনৈতিক সহযোগী শাবি ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা।
সামছু ব্যবসায় প্রশাসন বিভাগের ২০০২-২০০৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি ব্যবসায় প্রশাসন অনুষদ ছাত্র লীগের সভাপতির দায়িত্বও পালন করেছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের তালিবপুর গ্রাম।
এ বিষয়ে সামছু উদ্দিন সাকিব বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত শাবিপ্রবি ছাত্রলীগের হয়ে রাজপথে ছিলাম। এখনও আওয়ামী লীগের রাজনীতির সাথে আছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যেতে চাই। এজন্য সকলের দোয়া চাই।
জিএম ইমরান/ শাবিপ্রবি/ আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক