শাবিপ্রবি প্রতিনিধি
শাবির সমাজকর্ম বিভাগ এলামনাই এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ
মাস্টার রোলে কর্মরত নিরাপত্তাকর্মী, মালি ও ঝাড়ুদারদের মাঝে কম্বল বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ এলামনাই এসোসিয়েশন।
শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১২ টায় ক্যাম্পাসের গোল চত্বরের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, সমাজকর্ম এলামনাই এসোসিয়েশনের এই মহতী কাজের জন্য তাদের সাধুবাদ জানাই। এই বিভাগের শিক্ষার্থীরা দেশের সব জায়গায় ভালো করছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এখানকার এলামনাই এসোসিয়েশনগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
উপাচার্য আরো বলেন, এ বিশ্ববিদ্যালয় হবে উন্নয়নের রোল মডেল। আমরা গবেষণায় বরাদ্দ বাড়িয়েছে। দুই-তিন বছর পর এই বিশ্ববিদ্যালয় চেহারা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। আমরা ৬ কিলোমিটার সীমানা প্রাচীরও শেষ করেছি। আশা করছি উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সমাজকর্ম এলামনাই এসোসিয়েশনের সভাপতি ড. মো. শামীম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, সিনিয়র অধ্যাপক আ. কম মাহবুবুজ্জামান, অধ্যাপক তাহমিনা ইসলাম, সহযোগী অধ্যাপক আলী ওয়াক্কাস সোহেল, এলামনাই এসোসিয়েশনের সহসভাপতি মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ সাইদুর রহমান ভুঁইয়া মিঠু, সমাজকল্যাণ সম্পাদক মহিম উদ্দিন, শিক্ষা বিষয় সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রকাশন ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশীদ খান প্রমুখ।
আইনিউজ/জি এম ইমরান
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক