Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৯, ১০ জানুয়ারি ২০২১
আপডেট: ১৪:৩০, ১০ জানুয়ারি ২০২১

অন্তরের পাশে দাঁড়াল ইংরেজি বিভাগের ১৩তম ব্যাচ

অন্তরের চিকিৎসার টাকা হস্তান্তর

অন্তরের চিকিৎসার টাকা হস্তান্তর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অন্তর সাহার পাশে দাঁড়াল ইংরেজি বিভাগের ১৩তম ব্যাচ।

অন্তরের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা হস্তান্তর করেছে ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা। 

রোববার (১০ ডিসেম্বর) ইংরেজি বিভাগের চ্যেয়ারম্যান এর কাছে এ টাকা হস্তান্তর করা হয়।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস বলেন, ‘বিধবা মায়ের একমাত্র সন্তান অন্তর। তার এমন বিপদের সময় আমাদের সকলের উচিত তার পাশে থাকা। অন্তরের মা হার্টের রোগী।  এ অবস্থায় উনার পক্ষে কোনোভাবেই চিকিৎসা চালানো সম্ভব না। আর পিতৃহীন অন্তরের অসুস্থতার এ পর্যায়ে যদি আমরা এগিয়ে না আসি তাহলে তার চিকিৎসা সম্ভব না। তাই সকলকে এগিয়ে আসার আহবান করছি।’

আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্তর বাঁচতে চায়

অন্তর সাহা যার দুটো কিডনি ড্যামেজ। টাকার অভাবে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারছেন না। সুস্থ ভাবে বাঁচতে হলে খুব দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। গত ৬ ডিসেম্বর আন্তরের বিভাগ এবং তার ১২তম ব্যাচ কর্তৃক ২ লক্ষ ৬৭ হাজার পাঁচশ টাকা প্রদান করা হয়।  আর এ চিকিৎসায় প্রয়োজন প্রায় ৩০-৩৫ লাখ টাকা।

নিজ নিজ অবস্থান থেকে সকলের একটু সহযোগিতায় ফিরিয়ে আনতে পারে একটি প্রাণোচ্ছল তরুণ প্রাণ।

আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানাঃ বিকাশ- 01622676868, 01733875846 নগদ- 01622676868, 01733875846 রকেট- 016226768681, 017338758465 জনতা ব্যাংক একাউন্ট নাম্বার- 100002277257 (মাইজদী কোর্ট শাখা, নোয়াখালী)

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ