শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ০০:০০, ১১ জানুয়ারি ২০২১
স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শাবি ছাত্রলীগের পুষ্পস্তবক অর্পণ

শাবি ছাত্রলীগের র্যালী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (১০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর থেকে একটি র্যালি বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রুহুল আমিন, সিনিয়র ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন, পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, সহ-সম্পাদক নিউটন চন্দ্র দাস, উপ-ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদসহ অন্যান্য নেতা-কর্মী।
শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, ১৯৭২ সালের এদিনে বাঙালি জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভের পর স্বদেশে ফিরে আসার এ দিনটি তাই বাংলাদেশের জন্মের ইতিহাসের আরেক আশীর্বাদ। আর এ আশীর্বাদকে পুঁজি করে সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি র্যালিতে অংশগ্রহণের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
আইনিউজ/জিএম ইমরান
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক