Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৭, ১৭ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:১১, ১৭ জানুয়ারি ২০২১

শাবিপ্রবিতে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা শুরু

হল পরিদর্শন করছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

হল পরিদর্শন করছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

স্বাস্থ্যবিধি মেনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হয়েছে। একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন ছুটি শেষে আজ রোববার থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা নেওয়া হচ্ছে।

রোববার সকাল ১০টায় পরীক্ষা চলাকালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার হল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষকদের ধন্যবাদ জানান।

পরিদর্শনকালে উপাচার্যের সাথে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, জিইবি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামসুল হক প্রধান ও একই বিভাগের অধ্যাপক ড. আসিফ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬৩তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়।  

আইনিউজ/জিএম ইমরান

Green Tea
সর্বশেষ