Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২০ ১৪৩২

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৫, ২০ জানুয়ারি ২০২১

কুবি লিও ক্লাবের শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ

লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) শীত বস্ত্র বিতরণ প্রোগ্রাম-২০২১ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ৩টায় ধনুয়াইশ মদিনাতুল উলূম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ৫০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মর্কেটিং বিভাগের অফিস সহকারী মো. হাবিবুর রহমান, ঢাকা ইয়ং লায়ন্স ক্লাবের ক্লাব ডিরেক্টর লায়ন্স মো. জাকারিয়া এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ ক্লাবের বিভিন্ন সদস্যবৃন্দ।

এই সময়ে লায়ন্স জাকারিয়া বলেন, উই সার্ভ মটোকে লক্ষ্য করে সমাজের জন্য লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল কাজ করে যাচ্ছে।

ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম বলেন,’আমরা লিও ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ বাস্তবায়ন করে থাকি। সবার জন্য শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সুবিধাবঞ্চিত ছাত্রদের জন্য বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

প্রোগ্রাম এর সার্বিক সহযোগিতায় ছিলো ধনুয়াইশ মদিনাতুল উলূম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ, ক্লাব এডভাইজার লিও ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ফ্যাকাল্টি এডভাইজার একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান।

উল্লেখ্য, লিও ক্লাব অব কুবির স্পন্সর করে লায়ন্স ক্লাব অব ঢাকা কিংন্স, ডিস্ট্রিক্ট ৩১৫এ১, বাংলাদেশ।

আইনিউজ/খালেদুল হক

Green Tea
সর্বশেষ