জাককানইবি প্রতিনিধি
আপডেট: ১১:০৮, ২৪ জানুয়ারি ২০২১
জাককানইবিতে সমাজবিজ্ঞান বিভাগের ২য় বছর পূর্তি উযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ভার্চ্যুয়ালি সমাজবিজ্ঞান বিভাগের ২য় বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সাবেক বিভাগীয় প্রধান, জাককানইবি উপাচার্য প্রফেসর ড.এএইচএম মোস্তাফিজুর রহমান।
ভার্চুয়াল এ অনুষ্ঠানে মোঃ ফিরোজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। তিনি অগাস্ট কোৎ এর উক্তি দিয়ে শুরু করেন "live for others" এবং বিভাগের দীর্ঘজীবী কামনা করেন।
বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ রিয়াজুল ইসলাম শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন "আমার বিভাগে কোন সেশন জট থাকবে না। আমাদের স্যার ম্যামদের নিয়ে আমরা সমাজবিজ্ঞান বিভাগকে রোল মডেল হিসেবে গড়ে তুলব।
আগামী মার্চ মাসের মধ্যে শিক্ষার্থীদের স্থায়ী ক্লাস রুমের ব্যবস্থা করবেন বলেও আশ্বস্ত করেন বিগাভীয় প্রধান।
এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ মাসুদুর রহমান মাসুদ ও প্রভাষক সোনিয়া ফারহানা ছনি ছিলেন।
সেমিনারে আরও বক্তব্য রাখেন প্রভাষক মোঃ মাসুদুর রহমান, প্রভাষক সোনিয়া ফারহানা ছনি এবং ১ম ও ২য় ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে যে দাবিগুলো তোলে ধরেন-
- বিভাগে সেমিনারের ব্যবস্থা
- নির্দিষ্ট ক্লাস রুম
- লাইব্রেরীতে পর্যাপ্ত পরিমাণ বই
- গবেষণায় উৎসাহ প্রদান
সব শেষে বিভাগের কিছু সৃতিময় সময়গুলো নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে ২৩ জানুয়ারি ১ম ব্যাচের ক্লাস শুরু হওয়ার মধ্যে দিয়ে সমাজবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়।
আইনিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক