Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ৩০ জানুয়ারি ২০২১
আপডেট: ১১:১১, ৩০ জানুয়ারি ২০২১

পরীক্ষাবিহীন এইচএসসির ফল পাওয়া যাবে আজ

সংগৃহীত

সংগৃহীত

২০২০ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ (শনিবার)। যদিও মহামারি করোনাভাইরাসের কারণে এবছর নেয়া হয়নি এই পরীক্ষাটি। তাই এই ফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষামন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার উদ্বোধন করবেন।

উল্লেখ্য, ২০২০ সালে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। করোনার কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। পরীক্ষা নেওয়ার পরিবর্তে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করে এইচএসসির ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের ৭ অক্টোবর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সিদ্ধান্ত জানান।

আইনি জটিলতা নিরসনে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করতে ২৪ জানুয়ারি আইন পাস হয় জাতীয় সংসদে।

২৫ জানুয়ারি পাস হওয়া বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্মতি দিলে সেগুলো আইনে পরিণত হয়। এরই মধ্যে এ সংক্রান্ত গেজেটও জারি করেছে সরকার। ফলে পরীক্ষা না হলেও ২০২০ সালের এইচএসসি ও সমমান পর্যায়ের পরীক্ষার্থীদের ফলপ্রকাশে আর কোন বাধা থাকে না।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ