শাবি প্রতিনিধি
শাবিতে কিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
এর মধ্যে প্রথম দিন শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি রেস্টুরেন্টে কেক কাটা ও টিশার্ট উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়া দুপুর ২টায় সামাজিক দূরত্ব বজায় রেখে ও নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে কিন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।
কেক কাটার সময় উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সংগঠনটির উপদেষ্টা ও বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল শোয়েব, একই বিভাগের প্রভাষক তানভীর হোসাইন, কিনের বর্তমান সভাপতি সাব্বির আহাম্মদ, সাধারণ সম্পাদক এবিএম আরিফুল বারী খন্দকারসহ সংগঠনের সাবেক-বর্তমান সদস্যরা।
এদিকে দ্বিতীয় দিন রোববার সকাল ১০টায় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি এবং রাত ৮টায় "Eighteen years in the triumph of humanity" - শিরোনামে ফেসবুক লাইভ সেশনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানের আহ্বায়ক বিধায়ক শর্মা।
উল্লেখ্য, ২০০৩ সালের ৩০ জানুয়ারি ‘আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত’ এই মূলমন্ত্রকে সামনে রেখে যাত্রা শুরু করে কিন। প্রতিষ্ঠার পর থেকে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ, রক্ত সংগ্রহ, পথ শিশুদের শিক্ষা কার্যক্রম প্রদানসহ দুস্থ, অসহায়, পথ শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে কিন।
আইনিউজ/জিএম ইমরান
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক