Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:১০, ৪ ফেব্রুয়ারি ২০২১

শাবি প্রেসক্লাবের সাথে কর্মকর্তা সমিতির মতবিনিময়

সংগৃহীত

সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাথে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কর্মকর্তা সমিতির সভাপতি মো. তাজিম উদ্দিন, সহ-সভাপতি হেলাল হোসেন দেওয়ান, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম (উজ্জ্বল), সহ-সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম, কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. মুজিবুর রহমান, মো. ইউনুস আলী, আহমদ মাহবুব ফেরদৌসী, মো. ফখর উদ্দিন এবং সদস্য শাহাদাত হোসেন শিশির প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ, সহ-সভাপতি রাজীব হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, যুগ্ম-সম্পাদক জিএম ইমরান হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল হুদা, দপ্তর সম্পাদক আবদুল্লা আল মাসুদ, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম রুদ্র ও রাশেদুল হাসানসহ প্রেসক্লাবের সদস্যরা।

কর্মকর্তা সমিতির সভাপতি তাজিম উদ্দিন বলেন, কর্ম পরিবেশ সৃষ্টি ও দাবি দাওয়া নিয়ে এসোসিয়েশনের নতুন নেতৃবৃন্দকে নিয়ে আমরা কাজ করে যাবো। বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা অক্ষুন্ন রেখে আমরা কাজ করতে চাই। অন্যায় কোন দাবি নিয়ে আমরা যাবো না। আমাদের অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাবো সে আশা ব্যক্ত করি।

শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়ের মাহমুদ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সফলতাগুলোর পাশাপাশি বিভিন্ন সংকটগুলোও গণমাধ্যমে তুলে ধরি যাতে বিশ্ববিদ্যালয় সঠিক গন্তব্যে পৌঁছতে পারে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ত্বরান্বিত করতে এবং স্থিতিশীল অবস্থা বজায় রাখতে প্রেসক্লাব ও অফিসার্স এসোসিয়েশন সবসময় সমন্বয়ের সাথে কাজ করে যাবে।

আইনিউজ/জিএম ইমরান

Green Tea
সর্বশেষ