শাবি প্রতিনিধি
আপডেট: ১৬:৩০, ১০ ফেব্রুয়ারি ২০২১
শাবির `শিক্ষক কর্মকর্তা ক্লাব`র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের `শিক্ষক কর্মকর্তা ক্লাব'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, শাবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, সবাই আন্তরিকভাবে কাজ করলে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তুলতে পারবো। বিশ্ববিদ্যালয় ক্লাবের খেলা ধুলার উন্নয়নের জন্য একটি টেনিস কোর্টের কাজ চলমান আছে। যখন যা দরকার আমরা তা করে দিবো।।
বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. এস এম সাইফুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক আবু হেনা পহিলসহ বিশ্ববিদ্যালয়ের ক্লাবের সদস্যবৃন্দ।
জিএম ইমরান/ আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক