Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১২:৫১, ১০ ফেব্রুয়ারি ২০২১

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে পিএসসি’র কেন্দ্রে

ফাইল ছবি

ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রাথমিকের নিয়োগ পরীক্ষা নেয়ার পরিকল্পনা চলছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, পরীক্ষা আয়োজনে কারিগরি প্রস্তুতি শেষ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় লিখিত পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী জুন-জুলাই মাসের মধ্যে এ পরীক্ষা শুরু করা হবে।  

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গেলে নিয়োগ পরীক্ষা নিতে আর সমস্যা থাকবে না। যদি সেটি আরও পিছিয়ে যায় তবে আমরা পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) বিসিএস পরীক্ষার জন্য অপেক্ষা করবো। তারা যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা আয়োজন করবে সেখানে ধাপে ধাপে প্রাথমিকের নিয়োগ পরীক্ষার আসন নির্বাচন করা হবে।

মহাপরিচালক আরও বলেন, করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় অনেক প্রতিষ্ঠান নিয়োগ পরীক্ষা শুরু করেছে। কিন্তু আমাদের সাড়ে ১৩ লাখ প্রার্থীর পরীক্ষা নেয়া কঠিন বিষয় হয়ে পড়েছে। এজন্য আমরা পিএসসির পরীক্ষার জন্য অপেক্ষা করছি। তাদের পরীক্ষা শুরু হলে প্রাথমিকের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু করা হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর শেষ হয় প্রাথমিকে আবেদন প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষা অধিদফতর চেয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু করবে পরীক্ষা গ্রহণ। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, এবছর প্রাথমিকে শিক্ষক হিসেবে ৩২ হাজার শিক্ষককে নিয়োগ দেবে সরকার। যার মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে নিয়োগ দেয়া হবে ২৫ হাজার ৬৩০ জনকে। নিয়োগের বিপরীতে আবেদন পড়েছে ১৩ লাখ ৫ হাজারের বেশি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ