Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৪:৫১, ১১ ফেব্রুয়ারি ২০২১

অনলাইনে মেডিকেলে ভর্তির আবেদন শুরু

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির অনলাইনে আবেদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া আগামী ১ মার্চ পর্যন্ত চলবে।

আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হবে। একশটি এমসিকিউ প্রশ্নের (প্রতিটির মান ১) পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নবিদ্যায় ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক ১০ নম্বর থাকবে।

আরও পড়ুন: এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বাংলাদেশের নাগরিক যারা ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ) উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তি আবেদন করতে পারবেন। ২০১৭ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

এছাড়া করোনার কারণে স্বাস্থ্য অধিদফতর আপাতত ১ লাখ ২১ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এমনটা মাথায় রেখে পরীক্ষা গ্রহণের পরিকল্পনা গ্রহণ করছে।

দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত ৩৭টি মেডিকেল কলেজে শিক্ষার্থীর আসন সংখ্যা চার হাজার ৩৫০টি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ