Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৮, ১১ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২০:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০২১

শারীরিক প্রতিবন্ধীদের সুবিধার্থে শাবিতে ‘ক্যাপসুল লিফট’

`ক্যাপসুল লিফট` এর উদ্বোধন

`ক্যাপসুল লিফট` এর উদ্বোধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক ভবনে উঠা-নামার সুবিধার্থে ক্যাপসুল লিফট চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘সি' এবং ‘ই' তে লিফট দুটি উদ্বোধন করেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী স্বাভাবিকভাবে সিঁড়ি বেয়ে চলাচল করতে পারে না। দীর্ঘদিনের চেষ্টার ফলে তাদের চলাচলের সুবিধার্থে আমরা ক্যাপসুল লিফটের ব্যবস্থা করতে পেরেছি। এ উদ্যোগের অংশ হিসেবে সামনে আরো চারটি ক্যাপসুল লিফট স্থাপন করা হবে।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জহির বিন আলম, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক আবু হেনা পহিলসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আইনিউজ/ জিএম ইমরান হোসেন

Green Tea
সর্বশেষ