শাবি প্রতিনিধি
আপডেট: ২০:৫৫, ১৪ ফেব্রুয়ারি ২০২১
বিশ্ববিদ্যালয়কে নান্দনিক করার প্রত্যাশা শাবি ভিসির

আজ পহেলা ফাল্গুন। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে এক সংক্ষিপ্ত বক্তব্য শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন উদ্দিন আহমেদ বলেন, সুশাসনের দিক থেকে বাংলাদেশের ৪৬টি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক নম্বর। অবকাঠামোগত দিক থেকেও আগামী কয়েক বছরের মধ্যে আমরা নান্দনিক একটি বিশ্ববিদ্যালয়ে পরিনত হবো।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, সকাল ১০ টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু চত্ত্বরে বেলুন উড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
সকলকে বিশ্ববিদ্যালয় দিবসের ও ১লা ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, হাটিহাটি পা পা করে আমাদের প্রানের প্রতিষ্ঠান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩০ বছরে অনেক দূরে এগিয়েছে। আপনারদের সকলের এ অগ্রয়াত্রায় অবদান রয়েছে এবং সকলে এ অগ্রযাত্রার গর্বিত অংশীদার। বিশ্ববিদ্যালয় শিক্ষা , গবেষণা, অবকাঠামো, সুশাসন, মানবিকতা, সাংস্কৃতিক কর্মকান্ড সহ সবগুলো জায়গায় এগিয়ে গেছে। আগামী দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানকে বিশ্বমানে উন্নীত করতে হবে।
এ সময় শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যপক ড. মো রাশেদ তালুকদার, সদস্য সচিব রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনসহ সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনিউজ/ জিএম ইমরান
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক