Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:২৭, ১৪ ফেব্রুয়ারি ২০২১

শাবিপ্রবির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো শাবিপ্রবি বন্ধুসভা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন করেছে শাবিপ্রবি বন্ধুসভা।রবিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, সংগঠনটির বর্তমান সভাপতি মাইদুল ইসলাম মুরাদ।

প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করে সংগঠনটি। এসময় শাবিপ্রবি বন্ধুসভারসাধারণ সম্পাদক আফসারা হোসেন হিমা, সাংগঠনিক সম্পাদক আরাফাত ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মাহফুজুল কাদির, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাজহারুল ইসলামসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিষ কুমার বণিক, বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার আত্তকিয়া ফারিহা, শাবিপ্রবি বন্ধুসভার সাবেক সভাপতি বিকাশ সরকার এবং সাবেক সাধারণ সম্পাদক তানিম খন্দকার প্রমুখ।

জিএম ইমরান/ আইনিউজ

Green Tea
সর্বশেষ