কুবি প্রতিনিধি
আপডেট: ২০:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০২১
কুবিতে প্রকৌশল অনুষদের আইকিউএসি’র প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রশিক্ষণ কর্মশালা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে প্রকৌশল অনুষদের শিক্ষকদের নিয়ে গবেষণা পদ্ধতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ক্লাস রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, অতিথি ছিলেন ট্রেজেরার অধ্যাপক ড. মোঃ আসাদুজামান। প্রশিক্ষক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরর ইনফরমেশন এন্ড টেকনোলজি ইনিস্টিটিউটের অধ্যাপক ড. এম শামীম কাইসার ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রশিক্ষণ ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে যোগ্য প্রমাণ করার কোন রাস্তা নেই। নতুন কোন কিছু আবিষ্কার করার আগে এর পদ্ধতি সম্পর্কে জানা গেলে বিষয়টি সহজ হয়ে যায়। আর সেজন্যই দরকার প্রশিক্ষণ। এসময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ ও ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলজি বিভাগের সদস্যরা অংশগ্রহণ করেন।
আইনিউজ/খালেদুল হক
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক