নোবিপ্রবি প্রতিনিধি
ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

নোবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভবিষ্যৎ জাতির কর্ণধার। একটা জাতিকে পিছিয়ে দিতে, বিলীন করে দিতে কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে তা আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেখেছি। মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার সময় শিক্ষার্থীদের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। শিক্ষার্থীদের উপর এমন সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি।
তারা আরও বলেন, প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আপনারা সর্বপ্রথম যে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং যারা এই হামলার সাথে জড়িত ও নিরীহ শিক্ষার্থীদের গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের ওপর এমন বর্বরোচিত হামলা মোটেই কাম্য নয়। অনতিবিলম্বে এই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় সারাদেশের সাধারণ শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলবে।
আইনিউজ/ফাইয়াজ ইশতিয়াক
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক