জাবি প্রতিনিধি
আপডেট: ২৩:২৮, ১৯ ফেব্রুয়ারি ২০২১
জাবি শিক্ষার্থীদের ওপর গেরুয়াবাসীর হামলা, আহত ৪০

আহত শিক্ষার্থী
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে গেরুয়াবাসী ।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া বাজারে এ ঘটনা ঘটে। প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনা চলাকালে স্থানীয়দের দিক থেকে ৯টি গুলির শব্দ শোনা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বিরোধে জড়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও স্থানীয়রা। এ নিয়ে সন্ধ্যায় গেরুয়া বাজারে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় স্থানীয়রা।
এরপর স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একত্র হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন। সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এলাকাবাসী।
এরপর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে গেরুয়া এলাকার প্রবেশ মুখে জড়ো হয়। রাত এগারোটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধাওয়া পালটা ধাওয়া চলছে। পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।
রাত আটটার দিকে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। তারা আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে কর্তব্যরত ডা. মাহফুজুল কবীর বলেন, আমরা এখন পর্যন্ত প্রায় ৪০ জন শিক্ষার্থীকে চিকিৎসা দিয়েছি। তারা মাথা, হাত, পা এবং শরীরের বিভিন্ন অংশে জখম পেয়েছে। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পাঁচজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলো বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আশপাশের মেস ও বাসা ভাড়া নিয়ে থাকছেন। এর মধ্যে গেরুয়া এলাকায় তিন শতাধিক শিক্ষার্থী থাকেন বলে জানা গেছে। গেরুয়া এলাকার মেস ও বাসাবাড়িতে এখনো অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আছেন বলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আমরা শিক্ষার্থীদের শান্ত রেখেছি। পুলিশের প্রতি আহ্বান তারা যেন স্থানীয়দের শান্ত রাখেন।
আইনিউজ/এসডিপি
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক