Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪০, ২০ ফেব্রুয়ারি ২০২১

সরকারের নির্দেশনা ছাড়া খোলা হবে না জাবির হল

জাবির প্রীতিলতা হল

জাবির প্রীতিলতা হল

সরকারের নির্দেশনা ছাড়া খোলা হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে জমায়েত ও দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ রয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মিছিল, জমায়েত, আবাসিক হলের তালা ভাঙা সিন্ডিকেটের সিদ্ধান্ত পরিপন্থী। সরকারের সিদ্ধান্তের আলোকে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

এ ছাড়া গতকালের সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রায় সবকটি হলের ফটকের তালা ভেঙে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলো বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় মেস ও বাসা ভাড়া নিয়ে থাকছেন। এর মধ্যে গেরুয়া এলাকায় তিন শতাধিক শিক্ষার্থী থাকেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেখানে থাকা কোনোভাবেই নিরাপদ নয়। এখন হল খুলে দেয়ার বিকল্প নেই বলেও দাবি করেন তারা।

এর আগে শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে তিন দফা দাবি পেশ করেন তারা। দাবিগুলো হলো- শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেফতার ও বিচার করা, গেরুয়ার সঙ্গে ক্যাম্পাসের সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেয়া এবং বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেয়া।

এ সময় আজ দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়ার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন:

তালা ভেঙে ভেতরে প্রবেশ করছেন জাবি শিক্ষার্থীরা

হল খোলার দাবিতে ভিসি ভবনের সামনে শাবি শিক্ষার্থীদের অবস্থান

Green Tea
সর্বশেষ