Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৬, ২১ ফেব্রুয়ারি ২০২১

মাতৃভাষা দিবসে কুবিতে ভার্চুয়াল আলোচনা সভা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু পরিষদের একাংশের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২১শে ফেব্রুয়ারি) বিকেল চারটায় অনলাইনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইনের সঞ্চালনায় এবং সভাপতি ড. মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনী আরমা দত্ত।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন এবং আব্দুল মতিন ভুঁইয়া। আলোচক হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার।

প্রধান আলোচকের বক্তব্যে আরমা দত্ত বলেন, "পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বাংলা ভাষার পক্ষে প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তানীরা সেটা মনে রেখেছিলেন। তারই শাস্তি হিসেবে ১৯৭১ সালে তাকে কুমিল্লা ক্যান্টনমেন্টে অকথ্য নির্যাতন করে মেরে ফেলে।বাংলা ভাষার ব্যবহার এবং চর্চায়।" 

তিনি বলেন, "আমরা কেন নিজেদেরকে ক্লাসে, লেকচারে কিংবা পরীক্ষার খাতায় সীমাবদ্ধ রাখছি? সর্বক্ষেত্রে বাংলা ভাষার চর্চা বাড়ানো উচিত। নিয়মিত তিনটা বিষয়ে বাচ্চাদেরকে কথোপকথনের আওতায় আনা উচিত- বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন।"

এসময় বঙ্গবন্ধু পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Green Tea
সর্বশেষ