Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫০, ২৭ ফেব্রুয়ারি ২০২১

পরীক্ষা নেয়ার দাবিতে ইবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

স্থগিত হওয়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চলমান ও আসন্ন পরীক্ষাগুলো নেয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন শেষে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।

এসময় শিক্ষার্থীরা ‘সব চলে সব হয়, পরীক্ষা নিতে কিসের ভয়?’, ‘পরীক্ষা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘দাবি মোদের একটাই, পরীক্ষা চাই-দিতে হবে’-সহ বিভিন্ন স্লোগান দেয়।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ফাহিম মোরশেদ হিমু বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাসমূহ হঠাৎ করে বন্ধ হওয়ায় আমরা চরম বিপাকে পড়েছি। পড়ার টেবিল বাদ দিয়ে আমাদের রাস্তার নেমে স্লোগান দিতে হচ্ছে। অতি দ্রুত পরীক্ষা নেওয়া না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো আমরা।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পরিপ্রেক্ষিতে অন্যান্যদের মতো ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল পরীক্ষা স্থগিত করে। এমন পরিস্থিতিতে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ