Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

রাকিবুল ইসলাম রিয়াদ, জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪১, ৬ ফেব্রুয়ারি ২০২২

জবিতে সরস্বতী পূজা উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসবগুলোর মধ্যে এটি একটি। ক্যাম্পাসে পূজা উপলক্ষে নানা আয়োজন করা হয়। 

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলায় ১১ টায় পূজা শুরু হয়।

সকাল থেকেই পূজা দেখতে ভিড় করে দর্শনার্থী ও শিক্ষার্থীরা। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। পূজা উপলক্ষে ক্যাম্পাসকে সুন্দর করে সাজিয়ে তুলতে আঁকা হয়েছে আলপনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শান্ত চত্বর, শহীদ মিনারের সম্মুখভাগ, রফিক ভবনের সামনে এবং প্রশাসনিক ভবনের চারপাশে নানা ধরনের আলপনা এঁকেছে শিক্ষার্থীরা।

এ সময় দর্শনার্থীরা বলেন, খুবই সুন্দর আয়োজন হয়েছে। করোনার কারণে এবার শুধুমাত্র একটি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে কিন্তু গতবছর তো সেটিও হয়নি।

আরও পড়ুন- শাবির সরস্বতী পূজা পরিদর্শনে ভারতীয় সহকারি হাইকমিশনার

পূজা শুরুর কিছুক্ষণের মধ্যেই পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, প্রক্টর মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী বলেন, মৌলবাদ প্রতিবাদের আতুরঘর জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কেউ যেন পূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি না করে তা প্রতি সজাগ দৃষ্টি রাখবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস. এম. আকতার হোসেন বলেন, দেশনেত্রী শেখ হাসিনা দেশের সামগ্রিক উন্নয়নে অসাম্প্রদায়িক চেতনাকে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেন অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় আপনারা বিদ্যার দেবী সরস্বতীর কাছে এই প্রার্থনা করবেন। 

আরও পড়ুন- কেন পড়ব সমাজকর্ম?

পূজা উদযাপন কমিটির আহ্বায়ক মিথুন বাড়ৈ জানান, এবার করোনার কারণে পূজা আয়োজন চ্যালেঞ্জিং ছিলো, কিন্তু তারপরেও আয়োজন করতে সক্ষম হয়েছি। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, এখানে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপিত হয়েছে। ধর্ম যার যার উৎসব সবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। করোনা সংক্রমণ কমলেই ক্যাম্পাসে সকল ধরণের উৎসব সারাবছরই অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত বছর করোনার কারণে ক্যাম্পাসে পূজা উদযাপন হয়নি। এবছরেও করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় একটিমাত্র মন্ডপে কেন্দ্রীয়ভাবে পূজার আয়োজন করা হয়েছে।

আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডিপি

আইনিউজ ভিডিও 

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে

Green Tea
সর্বশেষ