জিএম ইমরান, শাবিপ্রবি প্রতিনিধি
শাবির সরস্বতী পূজা পরিদর্শনে ভারতীয় সহকারি হাইকমিশনার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিদ্যাদেবী সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্বরস্বতী পূজা উদযাপনের বিভিন্ন অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর শাবি শাখার সভাপতি অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. নারায়ণ সাহা ও অধ্যাপক ড. দীপেন দেবনাথ, শাবিপ্রবির কেন্দ্রীয় স্বরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি দীপ্ত রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শাবি শাখার সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম বলেন, শাবিতে খুবই সুন্দরভাবে স্বরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এক্ষেত্রে, বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ শাবি পরিবারের সবাই আমাদের সহযোগিতা করেছেন। এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।
- আরও পড়ুন- শাবিপ্রবিতে ‘চাষাভূষার টং’
পাশাপাশি, পরিবারসহ শাবিতে পূজা উদযাপনে অংশ নেওয়ায় ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়ালকেও ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাবি শাখা, শাবিপ্রবির কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি, শ্রী কৃষ্ণচৈতন্য শিক্ষা ও সাংস্কৃতিক সংঘসহ বিভিন্ন বিভাগের ১১টি অস্থায়ী পূজা মণ্ডপে এবছর পূজা উদযাপন করা হচ্ছে।
আইনিউজ/জিএম ইমরান/এসডি
আইনিউজ ভিডিও
শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা