Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, আইনিউজ

প্রকাশিত: ২০:৫৬, ২৭ জানুয়ারি ২০২২
আপডেট: ২১:০৩, ২৭ জানুয়ারি ২০২২

শাবি ভিসির পদত্যাগের দাবিতে ফুটবলে ‘ফরিদ’ লিখে টুর্নামেন্ট শুরু

ফুটবলে ভিসির নাম লিখে ভিন্নধর্মী প্রতিবাদ

ফুটবলে ভিসির নাম লিখে ভিন্নধর্মী প্রতিবাদ

উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য বিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এই টুর্নামেন্টের আয়োজন করে শিক্ষার্থীরা।

গত বুধবার আন্দোলনরত শিক্ষার্থীদের দেখতে আসেন সাবেক অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল। শাবি ভিসি ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে প্রায় ১৬২ ঘন্টা ধরে অনশন করার পর অবশেষে ড. মুহাম্মদ জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হকের চেষ্টায় তা ভাঙতে সম্মত হোন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তীতে মুহাম্মদ জাফর ইকবাল সাংবাদিকদের সামনে এ ব্যাপারে তার মতামত তুলে ধরেন। তিনি বলেন, ‘আসার আগে আমার সঙ্গে সরকারের অনেক উচ্চমহল থেকে কথা বলেছে। আমি তাদের অনুরোধ করব, তারা আমাকে যে কথা দিয়েছেন সে কথাগুলো যেন রক্ষা করেন। আমি আর এই ছাত্রদের ভেতর কোনো পার্থক্য নাই।’

মুহাম্মদ জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙলেও শিক্ষার্থীরা ভিন্ন পথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যারই ফলশ্রুতিতে ফুটবলে শাবি ভিসি ফরিদ উদ্দিনের নাম লিখে উপাচার্য বিরোধী এক টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

উল্লেখ্য, এর আগে গত ১৫ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেন কর্তৃপক্ষ। এতে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এবার তারা উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন। এরই মধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজা পদত্যাগ করলেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে থাকেন। ১৭ জানুয়ারি (সোমবার) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে পুলিশের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ সব প্রবেশপথ বন্ধ করে দেন। আন্দোলনের অংশ হিসেবে তালা ঝুলিয়ে দেন রেজিস্ট্রার ভবন, কন্ট্রোলার ভবনসহ সকল একাডেমিক ভবনে।

আইনিউজ/এমজিএম 

আইনিউজ ভিডিও 

শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!

`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়