Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩০, ২ এপ্রিল ২০২২
আপডেট: ১২:৩১, ২ এপ্রিল ২০২২

শাবি উপাচার্যের সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের মতবিনিময়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের (বাআবিকফ) নেতৃবৃন্দ।

শুক্রবার (১ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানান, সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান। 

বিজ্ঞপ্তি তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এর সাথে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বাআবিকফের সভাপতি মহিউদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ। এছাড়া শাবি কর্মচারী সমিতির সভাপতি মো. শাহজাহান সিরাজ, সমাজসেবা সম্পাদক মো. ফয়সাল খান, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রমজান আহমদ, সাবেক সভাপতি মো. সাদেক আহমেদ সহ প্রায় আটারোটি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- চুইংগাম চিবানোর উপকারিতা ও অপকারিতা 

সভায় শাবিতে কর্মরত কর্মচারীরা তাদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। সেসকল সমস্যাগুলোর কয়েকটি হলো,

১)  পদন্নোতির যোগ্যতা অর্জন করার পরেও যথাসময়ে আপগ্রেডেশন / পদন্নোতি পাচ্ছেনা। ফলে অনেকে দুই বছর তিন বছরও আপগ্রেডেশন / পদন্নোতি থেকে বঞ্চিত হয়।

২) ফেডারেশনের নেতৃবৃন্দ কর্মচারীদের জন্য তৈরি  করা টিনসেড ঘরগুলো পরিদর্শন করে দেখতে পান সেগুলো নিম্নমানের তৈরি। যা বসবাসের উপযোগী করতে কর্মচারীদের তিন থেকে চার লক্ষ টাকা ধারকর্জ করে অসম্পন্ন কাজ সম্পন্ন করে বসবাসের উপযোগী করতে হয়। 

৩) বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্মচারীদের জরুরী প্রয়োজনে বিশ দিন নৈমিত্তিক ছুটি সুবিধা ভোগ করলেও এখানকার নিরাপত্তা শাখার গার্ড ও পরিচ্ছন্নতা কর্মীদের দশ দিন ছুটি দেওয়া হয়, যা অত্যান্ত বৈষম্যমূলক।

৪) মাষ্টার রোলে নিয়োজিত কর্মচারীদের যোগদানের চার বছর স্থায়ী করার নীতিমালা থাকলেও প্রায় ৩৩ জন কর্মচারীদের দীর্ঘদিন অতিবাহিত হলেও স্থায়ীকরণ করা হচ্ছে না।

উল্লেখ্য বিজ্ঞপ্তিতে, ফেডারেশনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন  বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুত সময়ের মধ্যে  যৌক্তিক দাবীগুলো বাস্তবায়ন করবেন এবং এ বিষয়ে ফেডারেশনের আগামী সাধারণ সভায় আর কোন সমস্যার কথা শুনতে হবেনা। তারা আরও বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় দাবি পূরণের আশ্বাস দিলেও  অনেক ক্ষেত্রে বাস্তবায়ন করেন না। এ প্রেক্ষিতে বিজ্ঞপ্তিতে, ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন ভবিষ্যতে যেকোন  বিশ্ববিদ্যালয় এরকম তালবাহানা করলে ফেডারেশন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে।

আইনিউজ/জিএম ইমরান/এসডিপি

আইনিউজ ভিডিও

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

ঐতিহ্যবাহী আলী আমজাদ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা 

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

Green Tea
সর্বশেষ