Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

জিএম ইমরান, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:২০, ২ এপ্রিল ২০২২
আপডেট: ২০:২২, ২ এপ্রিল ২০২২

শাবিস্থ ‘সুনামগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’র সভাপতি স্বপন, সম্পাদক হৃদয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুনামগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সুনামগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন’র কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত এ কমিটির সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী স্বপন দাস সূর্য ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একই বর্ষের শিক্ষার্থী হৃদয় মোদক মনোনীত হয়েছেন।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে কমিটির অন্য সদস্যরা হলেন,সহ-সভাপতি হিসেবে সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের গোলাম সারোয়ার,বাংলা বিভাগের একই বর্ষের নিলয় কান্তি ,অর্থনীতি বিভাগের একই বর্ষের প্রসেনজিৎ দেব,পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একই বর্ষের অবনিতা পিয়া এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মনসুর আলম, কোষাধ্যক্ষ হিসেবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুুয়েল রায় ,যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে লোকপ্রশাসন বিভাগের আকাশ তালুকদার,সাংগঠনিক সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তুহিনুর রহমান,সোহাগ মিয়া,পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মোবাস্বির এবং প্রচার সম্পাদক হিসেবে লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তামিম আহমেদ তপু মনোনীত হয়েছেন।

এছাড়া, শাবিস্থ সুনামগঞ্জের শিক্ষার্থীদের এ সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মো. আবু হেনা পহিল।

আইনিউজ/জিএম ইমরান/এসডি

আইনিউজ ভিডিও

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

ঐতিহ্যবাহী আলী আমজাদ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা 

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

Green Tea
সর্বশেষ