Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি  

প্রকাশিত: ১১:৩২, ৫ অক্টোবর ২০২৩

শাবি শিক্ষার্থী আরিফের ঝু ল ন্ত লা শ উ দ্ধা র

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরিফ মিয়া নামের এক শিক্ষার্থীর ঝু ল ন্ত লা শ উ দ্ধা র করা হয়েছে। আরিফ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২য়বর্ষে অধ্যয়নরত ছিলেন।

আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর) আনুমানিক ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটছে বলে জানান প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।

জানা যায়, আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থিত মাদানী কমপ্লেক্স এর পিছনের বিল্ডিংয়ের ৫ম তলা বাসায় থাকতেন। সেখানে ভোর ৪টার দিকে আ ত্ম হ ত্যা করেন তিনি। আরিফ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, ঠিক কী কারণে সে আ ত্ম হ ত্যা করেছে এখনো জানা যায় নি। তবে বিভাগের শিক্ষকদের কাছে শুনেছি তার একটু মানসিক সমস্যা ছিল, এর আগেও একবার এমন ঘটনা করতে চেয়েছিল। আমরা পরিবারের সাথে কথা বলেছি, তারা রওনা দিয়েছে। মনয়াতদন্তের জন্য তার মৃ ত দে হ ম র্গে পাঠানো হবে।

এর আগে দিবাগত রাত ১টার (আনুমানিক) দিকে আরিফ তার ফেসবুক পোস্টে লিখে। আরিফের মৃ ত্যু র পর ফেসবুক স্ট্যাটাসটি অনেকের নজরে আসে। যেখানে আরিফ লিখেছেন- বিষন্ন রজনী/ কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই/ছাড়তে হবে চেনা গলি, চেনা রাস্তা, চেনা জগৎ/দুনিয়াটা খুবই নিষ্ঠুর। দুনিয়াটা খুবই নিষ্ঠুর/এই যে প্রেম, এই যে সৌন্দর্য, এই যে শরির।/ 'নিরর্থক।/এখানে স্রষ্টার নজর ও আসে না/ সময় মেপে নিয়ম করে সূর্য-চন্দ্র জিয়িয়ে রাখে কিছু আকুল প্রাণ।/জীবনটা এখানে কীটপতঙ্গের/ ভালোবাসা এখানে স্থবির।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়