Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:২১, ৪ অক্টোবর ২০২৩
আপডেট: ২০:৪৯, ৪ অক্টোবর ২০২৩

শাবিপ্রবিতে জাতীয় ছাত্রদলের সভাপতি ওয়াসিম, সম্পাদক তুখোড়

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বামপন্থী সংগঠন জাতীয় ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ওয়াসিম মুহাম্মদ শামস ও সাধারণ সম্পাদক হিসেবে সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তুখোড় মিলেনিয়াম আরেং মনোনীত হয়েছেন।

আজ বুধবার (৪ অক্টোবর) বিকালে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি সজিব আহমেদ জয়, রাখেশ চন্দ্র দাস, জুয়েল চাকমা, সহ-সাধারণ সম্পাদক শুভ্রদেব হাজং, তুহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সালমান শাহ, অর্থ-সম্পাদক এমংছাইন মারমা, প্রচার সম্পাদক হেদায়েত আলী সাব্বির, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সামাউন কবির, পাঠচক্র সম্পাদক খালেদ সাইফুল্লাহ মনোনীত হয়েছেন। 

এছাড়া, কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন উসমান গণি, শিবানন্দ হাজং, মিলন বিশ্বাস, সজীব হাসান, মাহফুজ হাসান আলো, ওমর আব্দুলাহ, রেজাউল করিম।

মঙ্গলবার (৩ অক্টোবর) শাবিপ্রবির মিনি অডিটরিয়ামে সংগঠনের ১৭তম কাউন্সিলে এ নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়