Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৮ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৯, ৪ অক্টোবর ২০২৩

শাবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ছেলেদের ‘আইপিই’

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় ছেলেদের খেলায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (আইপিই) ২-১ সেটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 

অপরদিকে মেয়েদের খেলায় সমাজকর্ম বিভাগ ২-০ সেটে সম্দ্রুবিজ্ঞান বিভাগকে হারিয়ে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

মঙ্গলবার (৩ অক্টোবর ২০২৩) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন টিম এবং রানারআপ টিম উভয়ের হাতে ট্রফি, ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও শিক্ষার্থীদের এগিয়ে থাকতে হবে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করলে নেতৃত্ব তৈরি হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা উপ-কমিটির আহ্বায়ক ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, বিভিন্ন বিভাগের প্রধান, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়