আই নিউজ ডেস্ক
শিক্ষা বোর্ডে শুদ্ধি অভিযানের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ফাইল ছবি
সম্প্রতি সনদ ও নম্বরপত্র জালিয়াতির দায়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গেয়েন্দা পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে তুমুল সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনার পর সোমবার (১ এপ্রিল) কারিগরি শিক্ষা বোর্ডে অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে শুদ্ধি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গ্রেফতারের পর সিস্টেম এনলিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে কারিগরি শিক্ষা বোর্ড। বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের সই করা অফিস আদেশে বলা হয়, রবিবার (৩১ মার্চ) মধ্যরাতে রাতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম এনলিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানকে সদন প্রিন্ট ও বিক্রির অভিযোগে তাকে গ্রেফতার করে। এমতাবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিপুল পরিমাণ অবৈধ সনদ, নম্বরপত্রসহ কাকে গ্রেফতার ডিবি পুলিশ গ্রেফতার করে।
এই ঘটনায় আরও কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকতে পারেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত আরও অনেকেই আছে বলে আমাদের ধারণা। সেগুলো সব তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩