আপডেট: ১০:৩৪, ৩১ জুলাই ২০১৯
ডেঙ্গু সচেতনতায় তৎপর এক পৌর মেয়র
ডেঙ্গু সচেতনতায় শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন পৌর মেয়র ফজলুর রহমান। তিনি বিদ্যালয়ে, বিদ্যালয়ে গিয়ে সচেতনতামূলক র্যালি ও সভা করছেন। পাড়ায়-পাড়ায়, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠান সমূহে বিতরণ করা হচ্ছে সচেতনতামূলক লিফলেট।
মৌলভীবাজার : ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে মৌলভীবাজার পৌরসভা ও জেল প্রশাসন।
এদিকে ডেঙ্গু সচেতনতায় শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন পৌর মেয়র ফজলুর রহমান।। তিনি বিদ্যালয়ে, বিদ্যালয়ে গিয়ে সচেতনতামূলক র্যালি ও সভা করছেন। জনগণকে সচেতন থাকতে উদ্বুদ্ধ করছেন। শহরের নালা-নর্দমা, খাল, জলাধার পরিচ্ছন করে যাচ্ছেন। পাড়ায়-পাড়ায়, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠান সমূহে বিতরণ করা হচ্ছে সচেতনতামূলক লিফলেট।
পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় নিয়মিত বৈঠক করছে মৌলভীবাজার পৌরসভা, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। স্থানায় সংসদ সদস্য নেছার আহমদও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।
বুধবার (৩০ জুলাই) মৌলভীবাজার সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, শহরের টাউন কামিল মাদ্রাসা এবং আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে র্যালি করেন মেয়র ফজলুর রহমান।
এর আগে চলতি সপ্তাহে শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী নছিব উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আলাদা আলাদা র্যালি করা হয়।
এদিকে বুধবার (৩০ জুলাই) পৌর হলরুমে মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে ‘ডেঙ্গু মোকাবেলায় করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, সিভিল সার্জন ডা. শাহাজাহান কবির চৌধুরী, জেলা বিএমএ-এর সভাপতি ডা. শাব্বির হোসেন খান, এবং পৌর কাউন্সিলবৃন্দ।
সভায় শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষের লোকজন এবং প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয় :
১. স্বাস্থ্যখাতের এসব প্রতিষ্ঠানে সর্বোচ্চ আন্তরিকতা ও সচেতনতার সাথে রোগীদের সেবা দেয়া হবে।
২. সরকার নির্ধারিত মূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হবে।
(প্রসঙ্গত সরকারের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসওয়ান (NS1)-এর জন্য সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া যাবে। অন্যদিকে আইজিজি (IgG) ও আইজিএম (IgM)- এই দুটি পরীক্ষার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এ ছাড়া সিবিসি (CBC) পরীক্ষার মূল্য হবে ৪০০ টাকা।)
৩. ডেঙ্গু রোগী সনাক্ত হলে সাথে সাথে সিভিল সার্জন অফিসকে জানানো হবে।
৪. নিজ নিজ প্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে।
বাসা-বাড়ি পরিচ্ছন রাখতে এবং পানি যাতে জমে না থাকে সে ব্যাপারে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন মেয়র ফজলুর রহামন।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের