Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৬ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:১৩, ৭ জুলাই ২০২০

হিমঘরে এন্ড্রু কিশোর

কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার অস্ট্রেলিয়া প্রবাসী ছেলে-মেয়ে দেশে ফিরলেই শিল্পীকে জন্মস্থান রাজশাহীতেই সমাহিত করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এন্ড্রু কিশোরের ছেলে জে এন্ড্রু সপ্তক ও মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তারা দুজনই অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেন।

দীর্ঘ ১০ মাস ক্যান্সারে সঙ্গে লড়ে সোমবার সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমান এন্ড্রু কিশোর। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

ক্যান্সার ধরা পড়ার পর সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন এন্ড্রু কিশোর। নয় মাস চিকিৎসা নিয়ে ১১ জুন দেশে ফেরেন তিনি। চিকিৎসারত অবস্থায় নিজ ইচ্ছাতেই দেশে ফিরতে চেয়েছিলেন। বলেছিলেন, ‘আমি আমার দেশে গিয়ে মরতে চাই, এখানে নয়।’

দেশে ফিরেই চলে যান জন্ম শহর রাজশাহীতে। সেখানে নগরীর মহিষবাতান এলাকায় বোন শিখা বিশ্বাসের ক্লিনিকে ভগ্নিপতি ও চিকিৎসক প্যাট্রিক বিপুল বিশ্বাসের তত্ত্বাবধানে ছিলেন এন্ড্রু কিশোর।

জানা গেছে, ছেলে-মেয়ে ফিরলে রাজশাহীর কালেক্টরেট মাঠে খ্রিষ্টানদের কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে এন্ড্রু কিশোরকে সমাহিত করা হবে।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ