Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ৯ জুলাই ২০২০

চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা জগদীপ

ঋষি কাপুর, ইরফান খান এবং সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই চলে গেলেন বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা।

বুধবার (৮ জুলাই) ৮১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন শোলে-র সুরমা ভোপালি খ্যাত অভিনেতা জগদীপ। অভিনেতা জাভেদ জাফরি ও টিভি হোস্ট নাভেদের বাবা জগদীপের আসল নাম ছিল সৈয়দ ইসতিয়াক আহমেদ জাফরি।

জগদীপের পরিবারের ঘনিষ্ঠ প্রযোজক মেহমুদ আলি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বুধবার সন্ধে সাড়ে আটটা নাগাদ বান্দ্রায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

শোলে, আন্দাজ আপনা আপনা এর মতো ৪০০  ছবিতে অভিনয় করেছেন তিনি। বলিউডের ছবিতে তাঁর অভিনীত বহু চরিত্র এখনও দর্শকদের মনে জ্বলজ্বল করছে।

তার মৃত্যুতে বলিউডের একাধিক তারকা শোকপ্রকাশ করেছেন। জনি লিভার, অজয় দেবগন, মনোজ বাজপেয়ীসহ অনেকেই টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন তাকে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ