Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮, ৯ জুলাই ২০২০

আসছে অপরাধবোধের গল্প ‘হাজত’

সাদেক নামের এক ব্যক্তি ভয়ংকর অপরাধ করে। সেই অপরাধ সম্পর্কে আশপাশের কেউ কখনো জানতে পারে না। সেই সুবাধে তার স্বাভাবিক জীবন স্বাভাবিকভাবেই পার হবার কথা। কিন্তু সাদেকের ভেতরের অপরাধবোধ নতুন এক যন্ত্রণার জন্ম দেয়। যা থেকে মুক্তির নানা উপায় খুঁজতে থাকে সাদেক।

নির্মাতা যুবরাজ শামীম নিজের গল্প ও চিত্রনাট্যে নির্মাণ করেছেন ‘হাজত’। যাতে সাদেকের সঙ্গে আরও অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী ও স্বপন। যৌথভাবে চিত্রগ্রহণে আছেন আনন্দ সরকার ও যুবরাজ শামীম।

নির্মাতা জানান, ‘হাজত’ মূলত অপরাধবোধের গল্প। এই সিনেমার প্রধান চরিত্র অপরাধ করে বাইরের হাজত থেকে পার পেলেও বন্দী হয় নিজের হাজতে। তাই সিনেমাটির নাম ‘হাজত’ রাখা হয়েছে।

এটা মূলত মানুষের মানসিক সৌন্দর্যের দিকটি তুলে ধরবে। যেখানে একজন অপরাধ করেও অনুতপ্ত হয়। নিজের কাছে, জীবনের কাছে সে আরেকটি সুযোগ খুঁজে বেড়ায় এই অপরাধ মুছে ফেলার জন্য।

নির্মাতা জানান, ‘হাজত’ মূলত ‘আদিম’-এর সিক্যুয়েল। তবে দুটো পুরোপুরি ভিন্ন সিনেমা। মানুষ প্রবৃত্তির তাড়নায় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে আর সেই অপরাধের গল্প নিয়েই ‘আদিম’ নির্মিত হয়েছে। অন্যদিকে অপরাধ করার পর অপরাধীর মানসিক অবস্থার চিত্রায়ন ‘হাজত’।

প্রতি শেয়ার  ৫০০০ টাকা করে, সর্বমোট ১২০টি শেয়ার বিক্রি করে ‘আদিম’ নির্মাণ করেন যুবরাজ শামীম। নতুন সিনেমাটি নিয়ে বলেন, “আমার কাছের কয়েকজনের কাছ থেকে টাকা-পয়সা এবং এক বন্ধুর কাছ থেকে ক্যামেরা নিয়ে সিনেমাটির শুটিং করেছি। সেই অর্থে ‘হাজত’ও গণ অর্থায়নের সিনেমা।” 

করোনাভাইরাসের এই পরিস্থিতির মধ্যে ১৬ দিন শুটিং শেষে ‘হাজত’-এর ক্যামেরার কাজ শেষ হয়েছে। এখন সম্পাদনায় যাওয়ার প্রস্তুতি চলছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ