Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ৯ জুলাই ২০২০
আপডেট: ২২:৪৯, ৯ জুলাই ২০২০

এন্ড্রু কিশোরকে শেষ শ্রদ্ধা জানানো হবে রাবি শহীদ মিনারে

বাবাকে শেষবারের মতো দেখতে বৃহস্পতিবার অস্ট্রেলিয়া থেকে দেশে এসে পৌঁছেছেন এন্ড্রু কিশোরের ছেলে সপ্তক। মেয়ে সজ্ঞা এখনো অস্ট্রেলিয়ায় রয়েছে। তবে চলে আসবেন কিছুদিনের মধ্যেই।

এদিকে ছেলে দেশে আসতেই এন্ড্রু কিশোরের শেষযাত্রার কর্মসূচি চূড়ান্ত করেছে প্রিয় এই গায়কের পরিবার।  এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা, বোন শিখা বিশ্বাস, ভগ্নিপতি ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাসসহ পরিবারের সব সদস্য ও শিল্পীর প্রিয়ভাজনরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন আগামী ১৫ জুলাই সকালে প্রথমেই রাজশাহী শহরের স্থানী চার্চে নেওয়া হবে এন্ড্রু কিশোরের মরদেহ।বিষয়টি নিশ্চিত করেছেন  কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

সেখানে প্রার্থনা শেষ করে এন্ড্রু কিশোরের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে নিয়ে যাওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে। এরপর ওই দিন বেলা ১১টা থেকে এক ঘণ্টা ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে রাখা হবে মরদেহ। রাবি শহীদ মিনারে শেষ শ্রদ্ধার ফুলে সাজবেন এন্ড্রু কিশোর। এরপর তাকে নিয়ে আসা হবে রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই এন্ড্রু কিশোরকে সমাহিত করা হবে।

এখন শুধু এন্ড্রু কিশোরের মেয়ের জন্য অপেক্ষা। এখনো দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেননি সজ্ঞা। দেশে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। জানা গেছে, তার দেশে ফিরতে আরও চার দিন সময় লাগতে পারে। যদি এর আগেই সজ্ঞার দেশে এসে পৌঁছানো সম্ভব হয় তাহলে প্রিয় গায়কের শেষযাত্রার কাজ ১৫ জুলাই এর পরিবর্তে আগেও সম্পন্ন হতে পারে।  

এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস বলেন, ‘আজ বৃহস্পতিবার দাদার শেষযাত্রার বিষয়ে আলোচনা হয়েছে পরিবারে। আমাকে এ বিষয়গুলো জানিয়েছেন বউদি (এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা)। সবার কাছে দাদার পরিবারের একটাই অনুরোধ সবাই শেষ শ্রদ্ধা জানাতে এসে যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন। করোনার এই ভয়াবহ সময়ের কথাও আমাদের ভুলে গেলে চলবে না।’

গত ৬ জুলাই সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন গানের রাজা এন্ড্রু কিশোর। বর্তমানে এন্ড্রু কিশোরের মরদেহ রাখা হয়েছে রাজশাহী মেডিকেল কলেজের হিমঘরে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ