Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯, ১০ জুলাই ২০২০

করোনা কেড়ে নিল নাট্য নির্মাতা স্বপন সিদ্দিকীর প্রাণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন নাট্য নির্মাতা ও অভিনেতা স্বপন সিদ্দিকী। শুক্রবার(১০ জুলাই) দুপুর ১২টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক উপস্থাপক আনজাম মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, কয়েকদিন আগে করোনা শনাক্ত হয় নাট্য নির্মাতা স্বপনের। তার পর থেকেই বাসাতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। আজ বেশি অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনি।

আনজাম মাসুদ বলেন, ‘স্বপন ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে অনেক কষ্ট পেয়েছি। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে শোক প্রকাশ করছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

স্বপন সিদ্দিকী নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি অভিনয় করতেন। তিনি টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য। এ ছাড়া স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ