Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৭, ১২ জুলাই ২০২০
আপডেট: ১৪:৩৮, ১২ জুলাই ২০২০

এবার করোনা হানা দিল অনুপম খেরের বাড়িতে

অমিতাভ বচ্চনের পর করোনাভাইরাস এবার হানা দিল আরেক অভিনেতা অনুপম খেরের বাড়িতে। অনুপম খের নিজেই জানালেন তার পরিবারে তিনি বাদে অন্য সবাই করোনায় আক্রান্ত।

ইনস্টাগ্রামে একটা ভিডিও বার্তায় অনুপম খের জানিয়েছেন, মা দুলারির পরীক্ষার ফলাফল পজিটিভ আসার পর তার ভাই রাজু খের, ভাবি রিমা ও ভাইঝি ভ্রিন্দার পরীক্ষা করানো হলে তাদেরও সংক্রমণ ধরা পড়ে।

অনুপম খের জানান, প্রাথমিকভাবে তার মায়ের শরীর ভালো ছিল না। বহুদিন ধরেই খুদা কম ছিল। এরপর রক্ত পরীক্ষা করা হয়। সেখান থেকে সিটি স্ক্যান করানোর আগে করোনার পরীক্ষা করানো হয়।

অনুপম খেরের মা মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি। অন্যদিকে ভাইয়ের পরিবার বাড়িতে নিজেদের কোয়ারেন্টাইন করেছে।

দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৮টি ফিল্মফেয়ারজয়ী অভিনেতা অনুপম খের ভক্তদের অনুরোধ করে বলেছেন, ‘কোনো ছোট লক্ষণকে অগ্রাহ্য করবেন না।’

এদিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ