Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৮, ১২ জুলাই ২০২০

এবার করোনায় আক্রান্ত ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্য

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্য। রোববার (১২ জুলাই) তাদের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে জয়া বচ্চন এবং অমিতাভ কন্যা শ্বেতা নন্দার কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে।

গতকাল বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও ছেলে অভিষেক বচ্চনের করোনা আক্রান্তের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান। ফলে বলিউডপ্রেমীরা সবাই পড়ে যান চিন্তায়। তবে অমিতাভের স্ত্রী জয়া, পুত্রবধূ ঐশ্বরিয়া ও নাতনি আরাধ্য বচ্চনের সুস্থ থাকার খবরটি স্বস্তি দিয়েছিলো অনেককেই। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ রইলো না।

ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, অমিতাভ বচ্চন নিজের বাংলো ছেড়ে বের হননি বেশ কিছু দিন থেকেই। তবে অভিষেক ওয়েব সিরিজের ডাবিংয়ের জন্য বের হয়েছিলেন। আর তিনিই হয়তো করোনাভাইরাস বহন করে এনেছেন পরিবারে। তাই অভিষেক যেখানে যেখানে গেছেন সেসব জায়গা যাচাই করে দেখা হচ্ছে কোনো করোনা রোগী আছে কিনা।

এদিকে এই মুহূর্তে লকডাউন করে দেওয়া হয়েছে অমিতাভের বাংলো ‘জলসা’। স্যানিটাইজড করা হয়েছে পুরো বাংলোটি।  বচ্চন পরিবারের অন্য সবারও করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে, তবে সবার রিপোর্ট এখনও আসেনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ