Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ১৩ জুলাই ২০২০

জনপ্রিয় কমেডিয়ান দিলদারের মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৩ জুলাই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় কমেডিয়ান দিলদারের মৃত্যুবার্ষিকী। ২০০৩ সালের আজকের এই দিনে চলচ্চিত্রপ্রেমীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

দিলদার ছিলেন সিনেমার দুঃখ ভোলানো মানুষ। ছবি দেখতে দেখতে কষ্ট-বেদনায় মন যখন আচ্ছন্ন হয়ে থাকতো তখনই তিনি হাজির হতেন হাসির সুবাতাস বইয়ে দিয়ে। মানুষ তাকে দেখে হলে আসতেন। তার নামে দর্শক হলে আসত।

১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেন এমন হয়’ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন দিলদার। এরপর অভিনয় নৈপুণ্যে তিনি হয়ে উঠেন এদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা।

কমেডি অভিনেতা হিসেবে তারকাখ্যাতি পেলেও তিনি নায়ক হিসেবে অভিনয় করেছেন ‘আবদুল্লাহ’ ছবিতে। যা দর্শকের মাঝে সাড়া জাগায়।

সেরা কৌতুক অভিনেতা হিসেবে ২০০৩ সালে ‘তুমি শুধু আমার’ চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। ভাগ্যের পরিহাস, সে বছরই মৃত্যুবরণ করেন তিনি। বাংলা সিনেমার দর্শক বঞ্চিত হয়েছে তার প্রাণ জুড়ানো অভিনয় থেকে। 

তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- বেদের মেয়ে জোসনা, বিক্ষোভ, অন্তরে অন্তরে, কন্যাদান, চাওয়া থেকে পাওয়া, জীবন সংসার, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, তুমি কি সেই, শান্ত কেন মাস্তান, শুধু তুমি, প্রিয়জন, স্বপ্নের পৃথিবী, দুর্জয়, বীর পুরুষ, নাচনেওয়ালী, খায়রুন সুন্দরী ও গুন্ডা নাম্বার ওয়ান।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ