বিনোদন ডেস্ক
অভিনেত্রী কেলি প্রেসটন আর নেই

চলে গেলেন অভিনেত্রী কেলি প্রেসটন। দীর্ঘদিন ধরে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন ৫৭ বছর বয়সী এই তারকা।
রোববার এক ইনস্টাগ্রাম পোস্টে কেলির মৃত্যুর খবর জানান তার স্বামী অভিনেতা জন ট্রাভোল্টা। সেখানে তিনি বলেন, ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি দুই বছর ধরে স্তন ক্যানস্যারের সঙ্গে লড়াই করে আমার স্ত্রী কেলি মারা গেছেন। সবার ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি সাহসের সঙ্গে লড়াই করেছেন।
চিকিৎসক ও নার্সদের পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও চির কৃতজ্ঞ থাকার কথা বলেন ট্রাভোল্টা।
স্ত্রী হারানোর শোক সামলানোর জন্য আপাতত সবার কাছ থেকে বিদায় চেয়ে নিয়েছেন অভিনেতা। এই সময় তিনি সন্তানদের নিয়ে একান্তে থাকতে চান।
হলিউডের ইতিহাসে অন্যতম দীর্ঘ স্থায়ী দাম্পত্য সম্পর্ক ছিল কেলি প্রেসটন ও জন ট্রাভোল্টার। তারা প্রায় তিন দশক সংসার করেছেন। তাদের রয়েছে মেয়ে এলি (২০) ও ছেলে বেঞ্জামিন (৯)। আরেক ছেলে জেট ২০০৯ সালে মারা যায়।
মডেল হিসেবে শোবিজে ক্যারিয়ার শুরু করেন কেলি। তাকে বেশ কিছু টিভি শো ও সিনেমায় দেখা গেছে। এর মধ্যে ১৯৮৮ সালের ‘টুইনস’ ও ১৯৯৬ সালের ‘জ্যারি মাগুয়েইর’ খুবই বিখ্যাত। ২০০০ সালের ‘ব্যাটলফিল্ড আর্থ’ সিনেমায় ট্রাভোল্টার বান্ধবীর চরিত্রে অভিনয় করেন তিনি।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ