বিনোদন ডেস্ক
আপডেট: ২০:৪৬, ১৩ জুলাই ২০২০
করোনা সংক্রমণ রোধে সিল করা হলো অমিতাভের চার বাংলো

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তিনি একাই নন ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও নাতনি আরাধ্যরও করোনা পজিটিভ এসেছে। তাই সংক্রমণ রোধে সিল করা হয়েছে তাদের ব্যবহৃত চারটি বাংলো।
গতকাল (১২ জুলাই) অমিতাভ বচ্চনের প্রতীক্ষা, জনক, বৎস ও জলসা নামের বাংলোয় এই ব্যবস্থা নেয় মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। যাতে এই সকল জায়গা থেকে নতুন কেউ সংক্রমিত না হয় তাই কিছুদিনের জন্য বন্ধ থাকবে এগুলো।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মতে, বচ্চন পরিবারের ২৬ পরিচারকের নমুনা সংগ্রহ করে রবিবার পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে সকলেরই ফল নেগেটিভ এসেছে। তবে সুরক্ষার জন্য সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে ।
মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে জানানো হয়েছে, সিল করার আগে চারটি বাংলোই স্যানিটাইজড করা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় টুইট করে নানাবতী হাসপাতালকে ধন্যবাদ দিয়েছেন অমিতাভ বচ্চন।
অন্যদিকে টুইট বার্তায় অভিষেক বচ্চন বলেন, ‘ঐশ্বর্য ও আরাধ্যরও করোনা ধরা পড়েছে। ওদেরকে ইতোমধ্যেই সেলফ কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’ বর্তমানে বাবা-ছেলে নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আইনিউজ/এসডিপি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ