Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ১৫ জুলাই ২০২০

কুকুরের কামড় খেয়ে হাসপাতালে রণবীর

এই করোনাকালে হাসপাতালে ছুটলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। জানা গিয়েছে রণবীর চিকিৎসকের কাছে পৌঁছেছিলেন মুখের ক্ষত নিয়ে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অভিনেতাকে কামড়ে দিয়েছে তার পোষা কুকুরই! সবাই জানে রণবীর কাপুর কুকুরপ্রেমী। রণবীরের দুই পোষা সন্তান লিওনেল এবং নিদো, এই বিশালাকার কুকুর দুটি ইংলিশ ও ফ্রেঞ্চ ম্যাসটাফ প্রজাতির। 

রণবীর এমনিতে ভীষণ ব্যক্তিগত মানুষ। নিজের প্রাইভেট লাইফ প্রকাশ্যে আনতে তিনি পছন্দ করেন না। তাই সোশ্যাল মিডিয়ায় কোনও অফিশিয়্যাল অ্যাকাউন্ট নেই রণবীরের। তবে প্রেমিকা আলিয়া ভাটের সৌজন্যে মাঝে-মধ্যে দর্শন মেলে লিওনেল ও নিদোর।

জানা গেছে, দুই পোষ্যর ভালোবাসার আক্রমণ সাধারণ কোনো আঁচড় নয়, রীতিমতো রক্তারক্তি অবস্থা। তাই হাসপাতাল পর্যন্ত দৌড়াতে হলো। সাধারণত অভিনেতারা নিজেদের চেহারা নিয়ে চিন্তায় থাকেন, কারণ পেশার সঙ্গে জড়িয়ে আছে নাক-মুখ-চোখ। তাই করোনা সংকটের মধ্যেও হাসপাতালে যেতে ভুল করেননি। যদিও ঘটনাটি ঘটেছে একদমই দুর্ঘটনাবশত। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ