Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ১৬ জুলাই ২০২০
আপডেট: ১৪:৪৮, ১৬ জুলাই ২০২০

ফারুকী-তিশার দাম্পত্য জীবনের এক দশক

ঢালিউডে সুখী দম্পতির নাম মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। যাদের একজন বিখ্যাত পরিচালক, অন্যজন জনপ্রিয় অভিনেত্রী।

২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। আজ তাদের বিয়ের দশ বছর পূর্তি হলো। বিয়ে বার্ষিকীর এদিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এ দম্পতি।

একগুচ্ছ ছবি কোলাজ করে ফেইসবুকে পোস্ট করেন ফারুকী। ক্যাপশনে লেখেন, “দশ বছরে অনেককিছু বদলে গেছে। আমার দাড়ি ধুসর হয়েছে, লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে, করোনাভাইরাস এসেছে। অনেককিছু বদলেছে। কিন্ত আমাদের ভালোবাসাটা আগের মতোই রয়েছে।”

অন্যদিকে তিশাও ছবি শেয়ার করেন। তিনি লেখেন, “দেখতে দেখতে বিয়ের দশটা বছর পেরিয়ে গেলো! আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।”

‘পারাপার’ টেলিফিল্মে কাজ করতে গিয়ে ফারুকী ও তিশার পরিচয়। এর পর একসঙ্গে অনেকগুলো নাটকে কাজ করেন। সেই সূত্রে বন্ধুত্ব ও প্রেম। দীর্ঘদিনের সে প্রেম ২০১০ সালে পরিণতি পায় বিয়েতে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ