Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ১৭ জুলাই ২০২০

স্ত্রী জুঁইকে নিয়ে মোশাররফ করিমের ‘গিরগিটি’

বিবাহবার্ষিকী উপলক্ষে সে দিন অহনা-রাশেদের বিস্তর প্রস্তুতি ছিল। একটু একটু করে আনন্দের রং ফিকে হতে থাকে অজানা ফোন কলের কারণে।

শুরুতে স্ত্রীর কাছে আসা ফোন কলকে গুরুত্ব দেয় না রাশেদ। কিন্তু প্রথম থেকে ব্যাপারটা ভালো লাগে না অহনার। কারণ ফোনের অপর প্রান্তের লোকটি এমনভাবে কথা বলে যেন পূর্বপরিচিত এবং ক্রমান্বয়ে মেরে ফেলার হুমকি দিতে থাকে।

অহনাকে আল্টিমেটামদেয় এক সপ্তাহের মধ্যে রাশেদকে ডির্ভোস দিয়ে ফোন কলারের কাছে চলে যেতে, তা নাহলে অহনার জীবনের পূর্বের অজানা তথ্য ফাঁস করে দিবে।

কিন্তু সে খুঁজে পায় না জীবনের অজানা কী তথ্য আছে। বিষয়টি অস্বস্তিকর হয়ে উঠায় তারা পুলিশের শরণাপন্ন হয়। এই খবরও পেয়ে যায় ফোন কলার। একদিন সকালবেলা অহনা-রাশেদ ঘুম থেকে উঠে দেয়ালে একটি লেখা দেখতে পায়— ‘আমার নামের প্রথম অক্ষর র, চিনতে পেরেছ?’

অহনা অনেক ভেবে-চিন্তে তার জীবনে আসা ‘র’ অক্ষরের সবার খোঁজ নিতে থাকে। একদিন অর্ডার করা পার্সেল নিয়ে আসে ডেলিভারিম্যান রবিন। তাকে দরজায় দাঁড় করিয়ে রেখে অহনা রাশেদকে ফোন করতে গিয়ে আর ফেরত আসে না। রাশেদ বাসায় এসে অহনার লাশ দেখতে পায়। কে এই রবিন? কেন খুন করলো অহনাকে? উত্তর জানা যাবে টিভি পর্দায়।

এমনই গল্পের সাত পর্বের থ্রিলার ‘গিরগিটি’। রায়হান খানের রচনা ও পরিচালনায় এতে অভিনয়ে আছেন মোশাররফ করিম, জুঁই করিম, তারিক আনাম খান ও ইন্তেখাব দিনার।  দীপ্ত টিভিতে ঈদের সাতদিন এই থ্রিলার নাটকটি প্রচারিত হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ