Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১০ আগস্ট ২০২৫,   শ্রাবণ ২৫ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ১৮ জুলাই ২০২০

অবস্থার অবনতিতে হাসপাতালে ভর্তি ঐশ্বরিয়া-আরাধ্য

করোনাভাইরাসে আক্রান্ত ঐশ্বরিয়া রায় ও মেয়ে আরাধ্যর অবস্থার অবনতি হয়েছে। তাই তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা শনাক্ত হওয়ার পর থেকেই বাড়িতে আইসোলেশনে ছিলেন তারা।

জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) রাতে ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যর অবস্থার অবনতি হওয়ায় তাদের মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

করোনার প্রকোপে পড়ে গত ১১ জুলাই থেকে নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ায় ইতিমধ্যেই তাদের বাড়ি জলসাকে কনটেইনমেন্ট এরিয়া হিসেবে চিহ্নিত করেছে বিএমসি। গোটা বাড়িটা সিল করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ